সিরিয়ার আলেপ্পোয় বিমান হামলা, শিশুসহ নিহত ২৮

hamlaঢাকা: সিরিয়ার গুরুত্বপূর্ণ আলেপ্পো শহরে বিমান হামলায় শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

প্রতিবেদনে বলা হয়, আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় সিরিয়া বা রাশিয়ার বিমান এই হামলা চালিয়েছে।শহরের একাধিক এলাকায় ব্যারল–বোমা ফেলা হয়েছে। একটি হাসপাতালেও বোমা আঘাত হেনেছে। এতে হাসপাতালের কিছু কর্মী ও রোগী আহত হয়েছেন।

এক চিকিৎসক জানান, বোমা হামলায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে হাসপাতালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কোণঠাসা করে ফেলে। শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে একটি যুদ্ধবিরতিও ভেঙে পড়ে।