নিজস্ব প্রতিবেদক : ৭০ বছরের বৃদ্ধ মাকে মারধর করায় তিন ছেলে ও তাদের স্ত্রীদের ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম একেএম নাসিরুদ্দিন এ আদেশ দেন। এদিকে জরিমানা পরিশোধ না করলে তাদেরকে আরো ১০ দিন সাজা খাটতে হবে বলেও আদেশে বলা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- ওই বৃদ্ধার তিন ছেলে নুর উদ্দিন, নুর হোসেন ও নুর ইসলাম এবং পুত্রবধূ পারভীন আক্তার, শামীম আক্তার ও ডেইজি আক্তার। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান আজাদ জানান, তিন ছেলেকে বাড়ির অংশ না দেয়ায় ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহরের বাকের আলী টেক এলাকায় বৃদ্ধা রওশন আরা বেগমকে মারধর করেন তার তিন ছেলে ও তাদের স্ত্রীরা। এ ঘটনায় ওই বছরের ২৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম আদালতে একটি হত্যা চেষ্টার মামলা করা হয়। পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় একই বছরের ৩০ ডিসেম্বর। পরে আদালতে চারজন সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে এ রায় দেন।
একুশে/এএ