ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবন ভাঙার কাজ আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯টায় শুরু হচ্ছে। এ সময় গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ভবনটিতে অবস্থিত দল ও সহযোগী-ভাতৃপ্রতিম সব সংগঠনের কার্যালয় এবং আসবাবপত্র সরিয়ে নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউর পুরনো এ ভবনটি ভাঙার পর সেখানে গড়ে তোলা হবে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত দৃষ্টিনন্দন ২০ তলা ভবন। সেখানে নতুনভাবে ক্ষমতাসীন দলসহ সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় স্থাপন করা হবে।
এর আগে চলতি বছরের ৩০ মের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটি খালি করার নির্দেশ দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরে সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠন নেতাদের অনুরোধে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কিছুদিন পুরনো ভবনেই কার্যক্রম চালানোর অনুমতি দেন।