সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রাম জেলা পুলিশের সাথে সুপ্রিম সফটটেকের সমঝোতা চুক্তি

প্রকাশিতঃ ২৪ মার্চ ২০১৮ | ৯:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা পুলিশের সাথে সাইবার সিকিউরিটি ও সাইবার ফরেনসিক বিনামূল্যে প্রশিক্ষণ সংক্রান্ত পাঁচ বছরের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সুপ্রিম সফটটেক লিমিটেড।

শুক্রবার (২৩ মার্চ) আগ্রাবাদ ছোটপুলস্থ চট্টগ্রাম জেলা পুলিশের কার্যালয়ে এডিশনাল এসপি মসিউদ্দৌলা রেজা (পিপিএম) জেলা পুলিশের পক্ষে ও সুপ্রিম সফটটেক লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দীন ভুঁইয়া (নাহিয়ান) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ফ্রি প্রশিক্ষণের আওতায় সুপ্রিম সফটটেক লিমিটেড চট্টগ্রাম জেলা পুলিশের সংশ্লিষ্টদের সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং (সিইএইচ), নেটওয়ার্ক ডিফেন্স আর্কিটেক্ট (সিএনডিএ), সার্টিফাইড সিকিউর কম্পিউটার ইউজার (সিএসসিইউ), কম্পিউটার হ্যাকিং ফরেনসিক ইনভেস্টিগেটার (সিএইচএফআই), লাইসেন্স পেনারেশান টেস্টার (এলপিটি), ফান্ডামেন্টাল ইন কম্পিউটার ফরেনসিক, ফান্ডামেন্টাল ইন ইনফরমেশান সিকিউরিটি, ফান্ডামেন্টাল ইন নেটওয়ার্ক সিকিউরিটি, সার্টিফাইড সিকিউরিটি স্পেশালিস্ট সহ আইটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি ও সাইবার ফরেনসিক কোর্স সমুহ থাকবে।

সুপ্রিম সফটটেকের হয়ে দেশ-বিদেশের খ্যাতনামা প্রযুক্তিবিদ ও সাইবার সিকিউরিটি ট্রেইনাররা চট্টগ্রাম জেলা পুলিশের সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করবেন। কোর্স পরিচালনায় থাকবেন ইথিক্যাল হ্যাকিং ট্রেইনার মো. আরিফ মইনউদ্দিন, অমৃত ছেত্রী, মো. মাহমুদ এস এম সারোয়ার (নাহিদ) ও মো. মোসলেহ উদ্দিন ভুঁইয়া (নাহিয়ান)।

প্রসঙ্গত, কোনো আইটি প্রতিষ্ঠানের সাথে সাইবার সিকিউরিটি ও এ সংক্রান্ত কোনো সমঝোতা-স্মারক এই প্রথমবারের মতো স্বাক্ষরিত হলো।