সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ছাত্রলীগ নেতার হত্যাপ্রচেষ্টাকারী

প্রকাশিতঃ ২১ মার্চ ২০১৮ | ১:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম : পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিককে হত্যাপ্রচেষ্টাকারী, বালু ব্যবসায়ী মোহাম্মদ সোলায়মান প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের একটি দৈনিকে বিজ্ঞপ্তি দিয়েছেন।

মঙ্গলবার (২০ মার্চ) চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ৩ কলাম ১০ ইঞ্চি সাইজের বিশাল বিজ্ঞপ্তিটিতে সোলায়মান নিজেকে প্রভাবশালী যুবলীগ নেতা, বাকলিয়া বলে দাবি করেন।

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ছবির পাশাপাশি নিজের ঢাউস সাইজের ছবি প্রচার করেন হত্যাপ্রচেষ্টা মামলার পলাতক আসামী সোলায়মান। বাম পাশের কোণায় ছোট করে দেখা যায় বঙ্গবন্ধুর ছবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর পটিয়ায় জনসভা উপলক্ষে চট্টলবীর, চট্টগ্রাম সিটি করপোরেশনের সফল মেয়র ও নগরপিতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সৌজন্যে – মোহাম্মদ সোলায়মান, প্রভাবশালী যুবলীগ নেতা, বাকলিয়া।

গত ৬ ডিসেম্বর গভীর রাতে কালামিয়া বাজার এলাকায় ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিককে গুলি করে গুরুতর আহত করে রমজান নামে এক সন্ত্রাসী। ওই ঘটনায় রমজানকে আসামি করে বাকলিয়া থানায় সেসময় মামলা করেন মানিকের ভাই আরজু।

১১ ডিসেম্বর নগরীর বহদ্দারহাট খাজা রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রমজানকে (৪০) গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সোলায়মান নামের এক যুবকের ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করে রমজান।

রমজান একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে জানিয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ওইসময় গণমাধ্যমকে জানান, “কালামিয়া বাজার এলাকার বালু ব্যবসায়ী সোলায়মান আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক। আর ছাত্রলীগ নেতা মানিক বর্তমান কাউন্সিলর হারুণ অর রশীদের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত। তাই মানিকের ক্ষতি করে সোলায়মান নিজের জায়গা পরিষ্কার করতে চেয়েছিল বলে আমরা জানতে পেরেছি।”

রমজানকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি প্রণব জানিয়েছিলেন, “সে অার্থিক সংকটে থাকার বিষয়টি সোলায়মানকে জানায়। সেই সুযোগ কাজে লাগিয়ে রমজানের মাধ্যমে সোলায়মান মানিকের ক্ষতি করার চেষ্টা করে।”

জিজ্ঞাসাবাদে রমজান বলেছেন, মানিককে গুলি করার পাঁচদিন আগে সোলায়মান তাকে অস্ত্র সরবরাহ করেন। ঘটনার দিন তিনি মানিককে গুলি করে কুমিল্লায় পালিয়ে যান।

ওসি প্রণব তখন জানান, এলাকায় সোলায়মানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

গত চার মাস ধরে পুলিশ যাকে খুঁজে পাচ্ছে না সেই সোলায়মান প্রকাশ্যে ঘুরছেন তা শুধু নয়, লক্ষাধিক টাকা ব্যয়ের বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর মাধ্যমে ঘটা করে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। পাশাপাশি জানিয়ে দিয়েছেন তিনি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বা আস্থাভাজন।

মঙ্গলবার পত্রিকায় ঢাউস সাইজের এমন বিজ্ঞপ্তিটি প্রচারের পর নগরীর সচেতনমহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, ছাত্রলীগ নেতার হত্যাপ্রচেষ্টাকারী সোলায়মান মেয়রের ছবি দিয়ে, গুণগান গেয়ে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে যেভাবে নিজের অস্তিত্ব জানান দিয়েছে তাতে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। মেয়রের আগ্রহ বা প্রশ্রয় না থাকলে এধরনের বিজ্ঞপ্তি প্রকাশের স্পর্ধা দেখানো কোনোভাবেই সম্ভব নয় উল্লেখ করে এই সংস্কৃতি দলে খুন-খারাবি, আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডকেই প্রকারান্তরে উসকে দেবে, অনুপ্রাণিত করবে বলে মনে করেন তারা।

তাই ন্যূনতম সম্পৃক্ততা না থাকলে ঘোষণা দিয়ে বিষয়টির প্রতিবাদ করা এবং তাকে (সোলায়মান) আইনের হাতে তুলে দিতে মেয়রকেই সহযোগিতা করা উচিত বলে মনে করেন তারা।

বিভিন্নভাবে চেষ্টা করেও এ ব্যাপারে মেয়র আ জ ম নাছির উদ্দীনের অবস্থান বা বক্তব্য জানা সম্ভব হয়নি। একইভাবে পাওয়া যায়নি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরীকেও। তার মুঠোফোনে রিং হয়, কিন্তু তিনি রিসিভ করেন না।

সিএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন একুশে পত্রিকাকে বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার জন্য প্রকাশ্য হতে হয় না, কোথাও আত্মগোপনে থেকে সে হয়তো এই বিজ্ঞপ্তি দিয়ে নিজের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে। এতে করে সে (সোলায়মান) পার পেয়ে যাবে মনে করলে ভুল করবে। যত প্রভাবশালী মানুষের পাশেই থাকুক, আমরা তাকে গ্রেফতার করতে বদ্ধপরিকর। তার অবস্থান সম্পর্কে ‌ন্যূনতম কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ করেছেন পুলিশের এ কর্মকর্তা।