রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

শনিবার পুঁজিবাজারে লেনদেন হবে

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৬ | ১১:২৫ অপরাহ্ন

DSE_CSEঢাকা: সরকারের অন্যান্য অফিসের সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল ১৬ জুলাই শনিবার পুঁজিবাজারে লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন ও অন্যান্য কার্যক্রম চালু থাকবে।

কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটি উপভোগের সুযোগ দেয়ার জন্য ঈদুল ফিতরের আগে এক কার্যদিবস বিশেষ ছুটি ঘোষণা করে সরকার। এর পরিবর্তে আগামীকাল শনিবার অফিস করতে হবে সবাইকে। স্টক এক্সচেঞ্জও এর সঙ্গে সঙ্গতি রেখে তাদের সময়সূচি নির্ধারণ করে।

টানা ৯ দিন ঈদের ছুটির পর ১০ জুলাই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়।