ঢাকা: বৃহস্পতিবার রাতে ফ্রান্সের জাতীয় উৎসবে বারুদবোঝাই ট্রাক নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ৮০ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
এই ঘটনায় পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল দেশটিতে বিনামূল্যে কল করার সুবিধা চালু করেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
গুগল এক বিবৃতিতে জানিয়েছে, ফান্সে সন্ত্রাসী হামলার ঘটনায়
সেখানে অবস্থানরত স্বজনদের খোঁজ নিতে ফ্রি কল করা যাবে।
গুগলের হ্যাং আউট, গুগল ভয়েস এবং প্রজেক্ট ফাইয়ের মাধ্যমে যেকেউ, যেকোনো দেশ থেকে ফ্রান্সে ফ্রিতে কল করতে পারবেন।