Mandatory Credit: Photo by Owen Kolasinski/BFA/REX/Shutterstock (5579318ai)
Leonardo DiCaprio
The 22nd Annual Screen Actors Guild Awards, Arrivals, Los Angeles, America – 30 Jan 2016
ঢাকা: লিওনার্দো ডিক্যাপ্রিকে পরিবেশবাদী হিসেবে অনেকেই চেনেন। এবার এর প্রমাণও মিললো। তিনি পরিবেশগত সমস্যার মোকাবিলায় এক কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার দান করলেন। পৃথিবীব্যাপী পরিবেশের নানা সংকট প্রতিরোধ এবং সংরক্ষণে লিও’র সংস্থা এই অর্থ দান করেছে।
সম্প্রতি এই বিষয়ে পোপ ফ্রান্সিসের ভূমিকার প্রশংসা করে লিওনার্দো জানিয়েছিলেন, পরিবেশ রক্ষায় দৃষ্টান্তমূলক কাজ করেছেন পোপ। আধ্যাত্মিক জগতের মানুষ হয়েও তিনি যে বিজ্ঞান এবং তার কুপ্রভাব সম্পর্কে সচেতন, এটাই মুগ্ধ করেছে লিও’কে।
লিও বলেন‘প্রকৃতির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আমরা। সেই অনুযায়ী আর্থিক সাহায্যের পরিমাণও অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। যাতে হাত মিলিয়ে সমস্যাগুলোর মোকাবিলা করতে পারি।’