রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

এবার রপ্তানির টার্গেট তিন হাজার ৭শ কোটি ডলার

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৬ | ১:১৪ পূর্বাহ্ন

garmentsঢাকা: চলতি অর্থবছরে তিন হাজার ৭শ কোটি ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।গত অর্থবছরের তুলনায় এই হার আট শতাংশ বেশি। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে ‘২০১৬-২০১৭ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অনুমোদন’ সংক্রান্ত সভায় এ লক্ষ্য স্থির করা হয়।

সভায় জানানো হয়, গত ২০১৫-২০১৬ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৫০ কোটি ডলার। এর বিপরীতে অর্জিত হয়েছে ৩ হাজার ৪২০ কোটি ডলার। রফতানি প্রবৃদ্ধির হার হচ্ছে ৯ দশমিক ৭২ শতাংশ।

সভায় বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরূহা সুলতানাসহ মন্ত্রণালয় ও ইপিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা ধসের পর ইউরোপীয় ইউনিয়ন আমাদের দেশের তৈরি পোশাকের দাম বাড়ায়নি। অন্য দেশের মত দাম পেলে রপ্তানিরর পরিমাণ ৪ হাজার কোটি ডলার হতো। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে জিএসসি সুবিধাও না পেলেও তৈরি পোশাক রপ্তানির ক্ষতিগ্রস্ত হয়নি। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ। যেটা ২০১৩-২০১৪ অর্থবছরে ছিল ৩ দশমিক ৫৮ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে প্রবৃদ্ধি দ্বিগুণ হয়েছে।

গত অর্থবছরের মত চলতি অর্থবছরেও রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, হত্যা আমাদের অগ্রযাত্রা ব্যহত করতে পারবে না। আমরা বাঙালি জাতি ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ জাতিকে কেউ দমাতে পারবে না।’

চলতি অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০ কোটি ডলার।

‘এ লক্ষ্যমাত্রা অর্জনে তৈরি পোশাক খাতকে যে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন সেটা আমরা দেব’ বলে জানান তোফায়েল আহমেদ।