রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

শাহ আমানত থেকে ৪৮ স্বর্ণবার উদ্ধার, ছয় যাত্রী আটক

| প্রকাশিতঃ ১০ মার্চ ২০১৮ | ২:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৪৮ পিস স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্দ অধিদফতরের কর্মকর্তারা। এ ঘটনায় ছয় যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জািতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে তিনটি প্যাকেটে মোট ৪৮টি স্বর্ণবার উদ্ধার করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

একুশে/এএ