নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার সাঁটানো যাবে না : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন,‘নগরীর ৪১ ওয়ার্ডের ৪১ টি নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র পোস্টার সাঁটানো যাবে না।’

আজাদী সম্পাদক এমএ মালেকের প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বুধবার (৭ মার্চ) নগরীর জামালখান ওয়ার্ডে ২০ ‘বরেণ্য বাঙালি’র টাইলস ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে জামালখান মোড়ে পোস্টার সাঁটা একটি দেয়ারের প্রতি মেয়রের দৃষ্টি আকর্ষণ করে আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, ‘এই দুটি দেয়াল দেখেন আর ওই পাশের দেয়ালটা দেখেন। কেমন দেখাচ্ছে? আমি অনুরোধ করছি আপনারা নির্দিষ্ট কিছু জায়গা করে দেন, যেখানে পোস্টার লাগাতে পারবে। তার বাইরে যদি কেউ পোস্টার লাগায় আপনারা তাকে ডেকে এনে জরিমানা করেন। নয়তো আমাদের সৌন্দর্যবর্ধনের কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছু বৃথা হয়ে যাবে।’

জবাবে সিটি মেয়র বলেন, ‘মালেকদার (আজাদী সম্পাদক) বক্তব্যটি আমিও চিন্তা করেছি। কয়েকজনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও উদ্দীন করেছি। আমি দায়িত্ব নেওয়ার পর বিলবোর্ড উচ্ছেদ করতে পেরেছিলাম মিডিয়ার সহায়তা পেয়েছিলাম বলেই। মিডিয়ার সহায়তা ‍না পেলে এটি কখনোই এটি আমার পক্ষে করা সম্ভব হতো না।’

তিনি আরো বলেন, ‘খুব বেশি সময় নেব না, অবশ্যই বাস্তবায়ন করব। নগরীর ৪১ ওয়ার্ডের ৪১ টি নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র পোস্টার সাঁটানো যাবে না। নির্দিষ্ট স্থানে পোস্টার সাঁটানো যাবে, ব্যানার লাগানো যাবে। শুরুতে হার্ডলাইনে যাব না। আমাদের আইন আছে। চসিকের অনুমোদন না নিয়ে পোস্টার সাঁটালে জরিমানার বিধান আছে। কাগজে-কলমে ছিল। এখন মনস্থির করেছি জরিমানা করব। প্রথমে সুযোগ দেব। বিজ্ঞপ্তি দেব, কাউন্সেলিং করব, জনগণকে সচেতন করব। মিডিয়ার সাপোর্ট নিয়ে তারপর হার্ডলাইনে যাব।’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সমাজসেবক আবদুল মান্নান ফেরদৌস, মো. সাহাব উদ্দিন, প্রকৌশলী অজয় পাল, শিল্পী শ্রীকান্ত আচার্য প্রমুখ।

>> জামালখানে আলো ছড়াচ্ছে ‘২০ বাঙালির ম্যুরাল’
>> মিডিয়াকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে বদলে দেবার প্রত্যয় আ জ ম নাছিরের
একুশ/এএ