বক্স অফিসে যে রেকর্ডগুলো ভাঙল ‘সুলতান’

sultan salman anushakaঢাকা: এ বছরের ইদে সলমনের ‘সুলতান’ নিয়ে উন্মাদনা তো ছিলই, এর সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিস কালেকশনের অনেক রেকর্ডই ভেঙে ফেলেছে এই ছবি। কুস্তিগীরের ভূমিকায় অনবদ্য সলমনকে দেখতে হলে ভিড় জমিয়েছেন দর্শকরা। যশরাজ ব্যানারের এই সিনেমা যে রেকর্ডগুলো ভেঙে ফেলল তা এক নজরে দেখে নিন।

এই দেশে যত সিনেমা রিলিজ করেছে, তার মধ্যে সুলতান দেখতেই সব থেকে বেশি দর্শক অ্যাডভান্স বুকিং করেছে।

এখনও পর্যন্ত এ দেশে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে প্রথম দিনেই সব থেকে বেশি মুনাফা কামিয়েছে সুলতান-ই।

উইকএন্ডের তিনদিনে বক্স অফিসের কালেকশনেও সবার থেকে এগিয়ে ‘সুলতান’।

সলমনের যত সিনেমা এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে, সেগুলির মধ্যে উইকএন্ড কালেকশনের বিচারেও এই ছবিই এগিয়ে।

‘যশরাজ ফিল্মস’-এর যত ছবি এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে তার মধ্যে সপ্তাহের শেষে সুলতানেরই সব থেকে বেশি বক্স-অফিস কালেকশন।

সলমন অভিনীত সুলতান-ই প্রথম সিনেমা, যেটি প্রথম সপ্তাহের শেষে সারা বিশ্বজুড়ে ৩৪৫ কোটি টাকা রোজগার করে নিয়েছে।

ভারতীয় বা হলিউডি ছবিগুলির মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্স বুকিং হয়েছে সুলতান দেখার জন্য।

আরবে এখনও পর্যন্ত যত ছবি রিলিজ করেছে তার মধ্যে প্রথম দিনেই সব থেকে বেশি ব্যবসা করেছে সুলতান।

পাকিস্তানে প্রথম দিনের ব্যবসার বিচারে সব ছবির রেকর্ড ভেঙেছে সুলতানই।

পাকিস্তানের মাটিতে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সপ্তাহের শেষে সব থেকে বেশি ব্যবসা করেছে সুলতান।