চট্টগ্রাম : হাটহাজারী পৌরসভা ছাত্রদল নেতা মো. সোহেল রানাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার সন্ধ্যার দিকে জেলার হাটহাজারী গেইটের সামনে সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ভিসি আনছুর উদ্দিন নিশ্চিত করেছেন। তবে কারা সোহেলকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।
মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে ফেসবুকে নিহত সোহেলের লাশের ছবিসহ স্ট্যাটাসে এই মৃত্যুর সংবাদ জানান আনছুর উদ্দিন।
তিনি বলেন, যে ছেলেটা (সোহেল) গত ২ দিন আগেও দেশনেত্রীর মুক্তির দাবীতে লিফলেট বিতরণ করেছে সে আজ আমাদের মাঝে নেই! সন্ত্রাসীরা সন্ধ্যার পর তাকে পিটিয়ে হত্যা করেছে। ছাত্রনেতা সোহেল রানা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সোমবার দিনগত রাত রাত ১টার দিকে এ রিপোর্ট লেখার সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, হাটহাজারী থানা কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।