চট্টগ্রাম : এক অপরিচিত ফোন কলে অতীষ্ঠ হয়ে উঠেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। জিএম অফিসের ল্যান্ড ফোনে (০৩১ ৬৫৯১৩৯) সোমবার সারাদিন ০১৮৫১৩৩৩৯৩৬ নম্বর থেকে ফোন করে কখনো গালমন্দ, কখনো আন্তর্জাতিক ইস্যুতে কথা বলা শুরু করেন। ফোন রিসিভ করলে ওই প্রান্ত থেকে অনবরত বলতে থাকে এক ভারি, শিক্ষিত পুরুষ কণ্ঠ।
এ প্রান্ত থেকে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিলে ৫ মিনিটের মধ্যে আবারও ওই নম্বর থেকে ফোন আসে। শুরুটা হয় অকথ্য ভাষায় গালাগাল দিয়ে। অতঃপর শুদ্ধ বাংলা আর ইংরেজি শব্দের মিশেলে জাতিসংঘ, রোহিঙ্গা, বিশ্বব্যাংকসহ নানা প্রসঙ্গে এলোপাতাড়ি বলতে থাকেন লোকটি। কিন্তু কোনো কথারই অর্থ ঠিকমতো উদ্ধার করতে পারেন না কেউ।
এ অবস্থায় একধরনের ভীতি ছড়িয়ে পড়ে জিএম অফিসের সাইফুল হোসেন, ইব্রাহিম খলিল সান্টু, শিখু চাকমাসহ অন্যান্যদের মাঝে।
এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে সোমবার বিকেলে জিএম অফিস থেকে পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ ফোন করা হয়। হেল্পলাইন থেকে সংশ্লিষ্ট খুলশী থানায় জিডি করার পরামর্শ দেয়া হয় বলে জানান জিএম-এর ব্যক্তিগত সহকারী (ভারপ্রাপ্ত) সাইফুল হোসেন।
এদিকে, অনাকাঙ্ক্ষিত এই ফোন কলের কারণে সোমবার দিনভর ল্যান্ডফোনে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম মনোজ সেনগুপ্তকে অনেকেই রিচ করতে পারেননি বলে জানান পিএ সাইফুল। তিনি জানান, শুধু আজ (সোমবার) নয়, এর আগেও এভাবে ফোন করে জ্বালাতন করা হয়।