কবি জুলফিকার আজাদের প্রথম কাব্যগ্রন্থ ‘অস্মিতা’ প্রকাশিত হয় ২০০১ সালে। দীর্ঘ বিরতি নিয়ে ২০১৭ সালে তিনি প্রকাশ করলেন আদ্যাক্ষরযুক্ত কবিতার বই ‘সুবর্ণবীথি’।
বর্তমানের ‘নরসিংদী’ জেলা প্রাচীন ‘সমতট’ রাজ্যের অন্তর্গত ছিল। সুলতানী আমলে এর নাম ছিল ‘সুবর্ণবীথি’। বইটিতে ৭২টি কবিতা সন্নিবেশিত হয়েছে যাদের প্রতিটি লাইনের আদ্যাক্ষর মেলালে সুন্দর কোনো বাক্য বা অর্থপূর্ণ শব্দ সমষ্টি বেরিয়ে আসে। বাংলা সাহিত্যে এ জাতীয় কবিতার বই এটিই প্রথম।
কবির দেশপ্রেম, নিজ জেলা নরসিংদী, নিজ ধর্ম ইসলাম ও নিজস্ব চিন্তা-ভাবনা ও ব্যক্তিজীবনে অতি সামান্য বিষয় অসামান্যভাবে ফুটে উঠেছে তাঁর কবিতায়। প্রচারবিমুখ কবির প্রথম বই ‘অস্মিতা’তে নিজ নামটিও প্রকাশ করেননি। সেখানে তিনি ছদ্মনাম ‘অনন্ত আজাদ’ ব্যবহার করেছেন। ‘সুবর্ণবীথি’তে নিজ নাম ব্যবহার করলেও নিজ পরিচিতি দেননি।
কবি মো. জুলফিকার আজাদ’-এর জন্ম ১৯৬৯ সালের ২০ জুলাই নরসিংদী জেলার সদর থানার রসুলপুর গ্রামে। শৈশব কেটেছে একই থানার সাটিরপাড়ায়, যেটি একাধারে শহর ও গ্রাম। ‘সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়’, ‘নরসিংদী সরকারী কলেজ’ হয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ থেকে ‘হিসাব বিজ্ঞান’-এ সম্মানসহ স্নাতকোত্তর পাশ করেন।
শিক্ষক বাবা-মায়ের আদর্শকে বুকে ধরে তিনিও শিক্ষক হয়েছেন। বর্তমানে তিনি ‘কাতার’-এ ‘বাংলাদেশ এমএইচএম স্কুল এন্ড কলেজ’-এ উপাধ্যক্ষ পদে কর্মরত। ১৯৯৬ সাল থেকে তিনি প্রবাসে অধ্যাপনায় নিয়োজিত।
কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সুবর্ণবীথি’ প্রকাশ করেছে ‘নিখিল প্রকাশন’; ৮/৯ প্যারীদাস রোড, ঢাকা ১১০০। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ (একশত পঞ্চাশ) টাকা, ৩ (তিন) মার্কিন ডলার, ১০ (দশ) কাতারি রিয়াল। বাংলা একাডেমির বইমেলাসহ ঢাকা এবং নরসিংদীর বিভিন্ন লাইব্রেরিতে বইটি পাওয়া যাচ্ছে।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি