সীতাকুণ্ডের সন্তান সোহাগ সহকারী জজ পদে যোগ দিচ্ছেন

সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের গর্বিত সন্তান কাজী ফখরুল আবেদীন সোহাগ গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে সহকারী জজ পদে যোগ দিচ্ছেন বৃহস্পতিবার (১ মার্চ)।

তিনি ১০ম জুডিসিয়ারীতে সহকারী জজ হয়েছেন। উত্তীর্ণ ২০৭ জন বিচারকের মধ্যে তাঁর মেধাক্রম ৩৪।

কাজী ফখরুল আবেদীন সোহাগ উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের দেলীপাড়া অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কাজী কামাল উদ্দিনের ছেলে।

মছজিদ্দা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারী সিটি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে এলএলবি (অনার্স) ও এলএলএম করেন।