মন্ত্রী মোশাররফ নিজেই মারলেন লাথি!

আবু আজাদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে : ছাত্রলীগের রাউজানকেন্দ্রিক বিবদমান দুটি উপগ্রুপের মারামারি, ককটেল বিস্ফোরণে পণ্ড হওয়া সম্মেলন থেকে দুপুর পৌনে ১টার দিকে বেরিয়ে যান উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবিএম ফজলে করিম এমপি।

এরপর বের হন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পথরোধ করে দাঁড়ায় এক ছাত্রলীগ নেতা। রাগতস্বরে কিছু বলে উঠতেই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাকে সজোরে মারেন এক লাথি। ছাত্রলীগের ওই নেতা উঠে দাঁড়াতেই ক্ষিপ্ত মন্ত্রী আবারও উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকেন।

এ ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে সম্মেলনস্থলে। এই উত্তেজনা বিস্তৃত হয় চট্টগ্রাম ক্লাব থেকে লালখানবাজার মোড় পর্যন্ত। চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

দুপুর ১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফজলে করিম চৌধুরী ও ড. হাছান মাহমুদ নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করলেও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরের আঙিনায় পুলিশ পাহারায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মন্ত্রীর আক্রমণের শিকার ছাত্রলীগ নেতার নাম জানা যায়নি।