সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জঙ্গিবাদ দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার -ডা. শাহাদাত

প্রকাশিতঃ ১২ জুলাই ২০১৬ | ৬:১৩ অপরাহ্ন

dr. shahadatচট্টগ্রাম: জঙ্গিবাদ দমনে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। গুলশান ট্রাজেডিতে নিহতদের স্মরণে শোক র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এ সমাবেশ হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশের প্রতিটি মানুষ আতঙ্কে রয়েছে। দেশের মানুষের নিরাপত্তা নেই। গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বারবার কঠোর নিরাপত্তার কথা বলা হলেও সব নিরাপত্তা ভেদ করে উগ্রপন্থীরা একের পর জীবন বিনাশী হামলা চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে উগ্রপন্থী অশুভ শক্তি সারা দেশেই তাদের অভয়ারণ্য গড়ে তুলেছে। সন্ত্রাসীরা অভিনব প্রাণঘাতি হামলা করে সারাদেশকে যেন এক গোরস্তানে পরিণত করতে চায়।

জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

সমাবেশ শেষে গুলশান ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে কাজীর দেউড়ি থেকে শোক র‌্যালি বের করা হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বন্দর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়া ভোলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা এমএ আজিজ, এসএম সাইফুল আলম প্রমুখ।