ঢাকা: কথা ছিল আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিনি দ্রুত সরে যেতে চাইছেন প্রধানমন্ত্রীর পদ থেকে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে আসার গণভোটের রায়ের দিন সংবাদ সম্মেলন করে তিনি তিন মাস সময় দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আজ সর্বশেষ তিনি জানিয়ে দেয়, না আমি বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এবং ঐ দিনই বিকালে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিবেন।