সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘চক্রান্তকারীদের’ তালিকা করবে ১৪ দল – মহিউদ্দিন চৌধুরী

প্রকাশিতঃ ১১ জুলাই ২০১৬ | ৯:৫৬ অপরাহ্ন

mohiuddin chyচট্টগ্রাম: জঙ্গিদের রুখতে ‘চক্রান্তকারীদের’ তালিকা তৈরি করে পুলিশের হাতে তুলে দেবে ১৪ দল। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় কমিটি করা হবে। সোমবার বিকেলে চট্টগ্রাম শহীদ মিনারের সামনে ১৪ দল আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী এ ঘোষণা দেন।

গুলশান ও শোলাকিয়ায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহিউদ্দিন চৌধুরী বলেন, জঙ্গিদের রুখতে ১৪ দলের সক্রিয় কর্মীদের নিয়ে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা লাঠি ও হুঁইশেল হাতে নিয়ে নিজ নিজ এলাকায় প্রদক্ষিণ করবে। নগরীর ৫০ লাখ লোকের নিরাপত্তায় তারাও এলাকা পাহারা দেবেন। এর পাশপাশি আমরা চক্রান্তকারীদেরও তালিকা তৈরি করবো। পরে সেই তালিকা পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

নগর আওয়ামী লীগের সভাপতি বলেন, ছদ্মবেশে ১৪ দলের নেতাকর্মীদের ছত্রছায়ায় এসে অনেকেই বিভিন্ন অপরাধ করছে। তাদের ব্যাপারে সচেষ্ট হোন। তাদের রুখে দিন। টাকার বিনিময়ে তাদের সুযোগ করে দেবেন না, ব্যবসায় তাদের পার্টনার বানাবেন না।

১৪ দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বক্তব্য শুনে ঘরে বসে থাকলে হবে না। আমরা সংকটে পড়েছি। সংঘবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে। আপনারা মানুষের সঙ্গে ভালো আচরণ করে তাদের আপনাদের সঙ্গে নেন।

সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোছলেম উদ্দিন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন বাবুল, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, জসিম উদ্দিন প্রমুখ।