রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে দু্ই ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০১৮ | ২:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক থেকে ৩৯ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের মামলার আসামি দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দিনগত রাতে নগরীর জাকির হোসেন সড়ক এলাকা থেকে আইমান এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. শাহ আলম এবং তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক এস এম পারভেজ আলমকে গ্রেপ্তার করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন জানান, ‘শাহ আলম তার তিন ভাইয়ের স্বাক্ষর জাল করে পৈত্রিক ১১২ দশমিক ৯৭ শতাংশ জমি বন্ধক রেখে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার টাকা ঋণ নেন। পরে সেই ঋণ শোধ করেননি।

জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সোমবার রাতে কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান।

একুশে/এএ