রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিচারক মশিউর রহমান চৌধুরীর নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি আইনজীবী সমিতির

প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৯:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর দায়রা জজ হিসেবে মশিউর রহমান চৌধুরীর নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য আইনজীবী সমিতি রোববার প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

সমিতির কাছে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

এর আগে মশিউর রহমান চৌধুরীর নিয়োগ প্রক্রিয়া বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন জানান চট্টগ্রামের আইনজীবীরা। এতে ১০৯ জন আইনজীবী সাক্ষর করেন।

এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ হিসেবে মশিউর রহমান চৌধুরীর নিয়োগ প্রক্রিয়া বাতিলের অনুরোধ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম থাকাকালে মশিউর রহমান চৌধুরী বিচারক সুলভ আচরণ করেননি। তিনি আইনজীবি ও বিচারপ্রার্থীদের প্রতি দুর্ব্যবহার করেন। তাছাড়া বিচারের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকায় তাকে অন্যত্র চলে যাওয়ার জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হয়, তখন স্ব-উদ্যোগে তিনি চলে যান।’

‘আমাদের বিজ্ঞ আইনজীবীগণ জানতে পেরেছেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ হিসেবে মশিউর রহমান চৌধুরীর নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছেন। এ অবস্থায় বিজ্ঞ আইনজীবীদের আবেদন ও বিচার বিভাগের মানমর্যাদা অক্ষুন্ন রাখা এবং বার ও বেঞ্চের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক অক্ষুন্ন রাখার স্বার্থে বিচারক মশিউর রহমান চৌধুরীর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হোক। ওই পদে সৎ, যোগ্য বিচারক নিয়োগের ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হল।’