ঢাকা: অফলাইনে ফেসবুকের মাধ্যমে ভিডিও দেখার সুবিধা চালু করতে যাচ্ছে ফেসবুক। এই সুবিধা চালুর জন্য ফেসবুক ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
শুরুতে এই সুবিধা ১১ জুলাই থেকে ভারতে চালু হচ্ছে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে। এ ব্যাপারে ফেসবুক পাবলিশার থেকে জানানো হয়েছে, শুরুতে ছোট একটি গ্রুপে এই সুবিধা পরীক্ষামুলকভাবে চালু করা হচ্ছে। অ্যাপের সাহায্যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে তা অফলাইনে দেখা যাবে।
এই সুবিধা চালু হলে ইন্টারনেটে ছাড়াও ফেসবুকে ভিডিও দেখা যাবে।