সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিশ্বজুড়ে ফের সাইবার হামলার আশঙ্কা

প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারী ২০১৮ | ১২:১৩ অপরাহ্ন

ঢাকা: ইংল্যান্ড ও আমেরিকার কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট ফের সাইবার হামলার মুখে পড়ার শঙ্কায় রয়েছে। ঝুঁকির তালিকায় থাকা ওয়েবসাইটের সংখ্যা চারহাজারের বেশি। এর মধ্যে বেশ কয়েকটি টাকাপয়সা লেনদেনের ওয়েবসাইটও রয়েছে।

রবিবার বেশ কিছুক্ষণের জন্য একসঙ্গে থমকে যায় সেগুলো। প্রাথমিক তদন্তের পরে জানা যায়, এই সাইবার হামলায় ব্যবহৃত হয়েছে ‘‌ব্রাউজলাউড’‌ নামে একটি ম্যালওয়্যার টুল। যার নির্মাতা টেক্সটহেল্প নামে একটি সফটওয়্যাল সংস্থা। কীভাবে তাদের তৈরি ম্যাওলওয়্যার হ্যাকারদের কাছে গেল, সেটা নিয়ে তদন্ত চলছে।

সতর্কবার্তা জারি করেছেন সাইবার বিশেষজ্ঞ বিজ্ঞানীরা। কোনো রকম সন্দেহজনক লিংকে ক্লিক করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার জন্য অনলাইন লেনদেন যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তারা।