চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন; ১৯টি পদের মধ্যে ১২টিতে জয় পেয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এবং বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী হিসেবে মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সমিতির এই গুরুত্বপূর্ণ দুটি পদে জয়ী হয়েছেন।
রোববার মধ্যরাতে ঘোষিত ফলাফলে সভাপতি পদে সমন্বয়ের শেখ ইফতেখার সাইমুল চৌধুরী পেয়েছেন ১ হাজার ৩৩৬ ভোট, সমমনার চন্দন দাশ ৬০৭ ও ঐক্য পরিষদের এএসএম বদরুল আনোয়ার ১ হাজার ৭৪ ভোট এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী কামাল সাত্তার চৌধুরী পেয়েছেন ৩৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে ঐক্যের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ১ হাজার ৪৮৫, সমন্বয়ের উত্তম কুমার দত্ত ৪৯৪, সমমনার নুরুল ইসলাম ৩৩৯, গণতান্ত্রিকের জহীর উদ্দীন মাহমুদ ১৯, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ ৬৪৪ এবং বিএনপিপন্থী আবদুল মুকিম ৩১ ভোট পেয়েছেন।
সিনিয়র সহ–সভাপতি পদে ১ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সমন্বয়ের মোহাম্মদ ছুরত জামাল। এই পদে ঐক্যের মো. ইছহাক পেয়েছেন ১ হাজার ৩২৫, সমমনার মো. মাফুজুর রহমান চৌধুরী পান ৩৪৮ ভোট।
সহ–সভাপতি পদে ঐক্যের মো. নুরুদ্দিন আরিফ চৌধুরী ১ হাজার ২১৭ ভোট পেয়ে জয় পেয়েছেন। এই পদে সমন্বয়ের মোহাম্মদ রফিকুল আলম ১ হাজার ১৩৩ ভোট ও সমমনার একেএম রুহুল আমিন ৬৭২ ভোট পেয়েছেন।
সহ–সাধারণ সম্পাদক পদে সমন্বয়ের ১ হাজার ৭৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ ইয়াছিন খোকন। এই পদে ঐক্যের মুহাম্মদ কবির হোসাইন ৯৩৯ ভোট, সমমনার সৈয়দ নজরুল ইসলাম ১৯৪ এবং গণতান্ত্রিকের নারায়ন প্রসাদ বিশ্বাস ১৭৮ ভোট পান।
অর্থ সম্পাদক পদে ঐক্যের মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম ১ হাজার ১৪০ ভোট পেয়ে জয়ী হন। এই পদে সমন্বয়ের মঈনুল আলম চৌধুরী টিপু ৯৮৪, সমমনার হামিদ আলী চৌধুরী ৮১১, গণতান্ত্রিকের মো. মোশারেফ হোসেন ১০৪ ভোট পেয়েছেন।
পাঠাগার সম্পাদক পদে ঐক্যের মো. নুরুল করিম এরফান ১ হাজার ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে সমন্বয়ের জিকো বড়ুয়া ৯৮৮ ও সমমনার ভাস্কর রায় চৌধুরী ৮৮ ভোট পেয়েছেন।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্যের হাসনা হেনা ১ হাজার ২৪৬ ভোট পেয়ে জয় পেয়েছেন। সমন্বয়ের রুবেল পাল ১ হাজার ১০৮, সমমনার আক্তার বেগম ৫১১, গণতান্ত্রিকের মোহাম্মদ মনির হোসেন ১৫৭ ভোট পেয়েছেন।
তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে সমন্বয়ের মো. রাশেদুল আজম রাশেদ ১ হাজার ৭৫০ ভোট পেয়ে জয়ী হন। এই পদে ঐক্যের মো. হেলাল উদ্দিন আবু ১ হাজার ৫০ ভোট এবং সমমনার মোহাম্মদ ফারুক মাহমুদ ২৩০ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে বিজয়ী ১০জন হলেন- ঐক্য পরিষদের মো. লোকমান (১ হাজার ৬৯১), মোহাম্মদ আলী ইয়াছিন (১ হাজার ৬২৬), মুহাম্মদ আকিব চৌধুরী (১ হাজার ৬২৩), এইচএস সোহরাওয়ার্দী (১ হাজার ৬০৮), মোহাম্মদ এহছানুল হক (১ হাজার ৫৭৩), মো. এনামুল হক (১ হাজার ৫৫৩), মো. হাসান কায়েস (১ হাজার ৩৯২)। সমন্বয় পরিষদের সেলিনা আক্তার (১ হাজার ৬৪৯), ইয়াসিন মাহমুদ তানজিল (১ হাজার ৫২৯), ফারহানা রবিউল লিজা (১ হাজার ৪৭৩)।