ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার গাড়ি মগবাজার পৌঁছলে হঠাৎ করেই হাজারো নেতাকর্মী রাস্তায় নেমে আসে। তারা নিরাপত্তা ভেদ করে গাড়িবহরের ঢুকে পড়ে।
এরপর সামনে-পেছনে অবস্থান নিয়ে তারা এগিয়ে যান এবং বিভিন্ন স্লোগান দেন। এসময় পুলিশ অনেকটা অসহায়ের ভূমিকায় অবতীর্ণ হয়।
রায় ঘিরে সকাল থেকে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতে প্রবেশের পথে স্ক্যানার বসানো হয়েছে। তল্লাশির পর মামলা সংশ্লিষ্টদের ভেতরে ঢুকতে দেয়া হয়।
নিশ্চিদ্র এই নিরাপত্তার মধ্যেই বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর মগবাজার এলাকা অতিক্রম করলে মুহূর্তের মধ্যে হাজারো নেতার ঢল নামে, তারা মিশে যায় চেয়ারপারসনের গাড়ির বহরে।