চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের অপরাধে মো. জামাল উদ্দিন নামের এক শিক্ষককে বহিস্কার করে হয়েছে।
বুধবার ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে এ শিক্ষককে বহিস্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো. শহিদুল হক।
বহিস্কৃত শিক্ষক উপজেলার ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, পরীক্ষার হল রুমে এক শিক্ষার্থীকে নকল সরবরাহ করার সময় মোহাম্মদ জামাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাকে চলমান সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ এ ধরনের অনৈতিক কাজে জড়িত হবেন না মর্মে অঙ্গীকার আদায় করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, পরীক্ষায় শিক্ষার্থীকে নকল সরবরাহের দায়ে ওই শিক্ষক কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে। পরবর্তী কোন পরীক্ষাতে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষা বোর্ডকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।