ইরাকে শিয়া মাজারে হামলা, নিহত ৩৬

iraqঢাকা: চার দিনের মাথায় ইরাকের রাজধানী বাগদাদে ফের মর্টার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে বাগদাদ থেকে ৫৫ মাইল উত্তরে বালাদে সৈয়দ মুহাম্মাদ বিন আলি আল-হাদির মাজারে এ হামলায় ৩৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন। সূত্র নিউইয়র্ক টাইমস।

হামলার সময় তিন আত্মঘাতী বোমাবাজ সামরিক পোশাক পরে ওই কম্পাউন্ডে প্রবেশ করে নিজেদের উড়িয়ে দেয়। তবে এখনো কেউ হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি।

সৈয়দ মুহাম্মাদ বিন আলির মাজারটি শিয়াদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তীর্থযাত্রীরা সেখানে সমবেত হয়েছিলেন হতাহতরা।

গত রবিবার বাগদাদের শিয়া অধ্যুষিত কাররাদা জেলার একটি শপিং কমপ্লেক্সে বোমা হামলায় ২৮১ জন নিহত হয়েছিলেন। পরে ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে। এর ক্ষত শুকাতে না শুকাতে ফের দেশটির রাজধানীতে হামলার ঘটনা ঘটলো।