সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশে সাড়ে ১৪ কোটি মোবাইল ব্যবহারকারী

প্রকাশিতঃ ১ ফেব্রুয়ারী ২০১৮ | ১২:১১ পূর্বাহ্ন

ঢাকা: ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা বেড়ে সাড়ে ১৪ কোটি হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে, দেশে বর্তমানে ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার সক্রিয় মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে।

সংস্থাটির ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত হিসেবে এ তথ্য উঠে এসেছে।

এদিকে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার এক প্রতিবদনে বলা হচ্ছে, বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ।

বিটিআরসির তথ্য মতে, সাড়ে ১৪ কোটির মধ্যে শীর্ষে রয়েছে দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। তাদের গ্রাহক সংখ্যা ছয় কোটি ৫৩ লাখ ২৭ হাজার। এর পরেই দ্বিতীয় অবস্থানে আছে রবি। তাদের গ্রাহক চার কোটি ২৯ লাখ আট হাজার।

এরপর বাংলালিংক তিন কোটি ২৩ লাখ ৮৪ হাজার এবং টেলিটক ৪৪ লাখ ৯৪ হাজার গ্রাহক নিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। সংস্থাটির তথ্য মতে, দেশে আট কোটি ৪৮ লাখ তিন হাজার সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।

এদের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে।

বিটিআরসি বলছে, দেশের সাত কোটি ৫০ লাখ ৫০ হাজার গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে।

এছাড়াও ওয়াইম্যাক্সের মাধ্যমে ৮৯ হাজার এবং আইএসপি+পিএসটিএন-এ ৫৩ লাখ ৪৪ হাজার গ্রাহক ইন্টারনেট ব্যবহার করে।

বিটিআরসি জানান, ৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক ডাটা, ভয়েস অথবা এসএমএস বা অন্যান্য কিছু ব্যবহার করেন তাদের সক্রিয় গ্রাহক বিবেচনা করা হয়।