ঢাকা: বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের দায় বিদেশিদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নানা শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ঈদের জামাতে মানুষ হত্যাকারীরা ইসলামের শত্রু। আধুনিক শিক্ষায় শিক্ষিতরা অযৌক্তিকভাবে উগ্রপন্থা অবলম্বন করছে।
তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানান। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, আর সন্ত্রাসীদের কোন ধর্ম নেই।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে গণভবনের ভেতরে তৈরি প্যান্ডেলের মঞ্চে পৌঁছান। শুরুতে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সদস্য এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।
প্রধানমন্ত্রী সকাল ১১টা পর্যন্ত সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিচারপতি এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।