রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যশোর-বেনাপোল সড়কে গাছ না কেটেই সংস্কারের সিদ্ধান্ত

প্রকাশিতঃ ২৫ জানুয়ারী ২০১৮ | ৭:০১ অপরাহ্ন

আরিফুজ্জামাম আরিফ, বেনাপোল : যশোর বেনাপোল সড়কের শতবর্ষী গাছগুলো আপাতত কাটা হচ্ছে না। গাছগুলো রেখে আপাতত সড়ক সংস্কার করা হবে।

বেনাপোলের ওপারে ভারতের অংশে ভ্রমণ করে সেখানে কিভাবে গাছ রেখে সড়ক সম্প্রসারণ করেছে, তা দেখবে সড়ক বিভাগের কর্মকর্তারা। তারপর নতুন করে প্রকল্প তৈরি করা হবে। যশোর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, যশোর-বেনাপোল মহাসড়ক সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেনাপোলের ওপারে ভারতীয় অংশের যে সড়কে গাছ রেখে সম্প্রসারণ করা হয়েছে, তা থেকে অভিজ্ঞতা নিয়ে এই সড়ক সম্প্রসারণ করা হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশোধিত এ প্রকল্প তৈরির কাজ শুরু করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আপাতত ২৭ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল মহাসড়কটি মেরামত ও মজবুত করা হবে। এ জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

গত ৬ জানুয়ারি যশোর জেলা প্রশাসন আয়োজিত এক বৈঠকে বেনাপোল স্থলবন্দর থেকে যশোর পর্যন্ত সড়ক সম্প্রসারণের জন্য দুই পাশের কয়েক ২ হাজার ৩শ’ ১৩টি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়। সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, পরিবেশবিদদের পরামর্শ ও জনমতকে গুরুত্ব দিয়েই আমরা গাছ না কাটার সিদ্ধান্ত নিয়েছি। গাছগুলো রক্ষা করে কীভাবে মহাসড়ক সম্প্রসারণ করা যায় তা দেখতে বেনাপোলের ওপারে ভারতে রাস্তা দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৩২৯ কোটি টাকা এ প্রকল্পের জন্য বরাদ্দ দেয়। কলকাতা ঘুরে এসে প্রকল্পের উনয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) সংশোধন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। যশোর-বেনাপোল মহাসড়কের দুই লেনের প্রশস্ততা বাড়ানোর কথা থাকলেও গাছ রেখেই তা চার লেন করা যায় কি না, তাও খতিয়ে দেখা হবে।