রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চলচ্চিত্র নির্মাতা কিয়ারোস্তামি মারা গেছেন

প্রকাশিতঃ ৬ জুলাই ২০১৬ | ৭:৪৫ অপরাহ্ন

keorustamiসংখ্য পুরস্কার প্রাপ্ত ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি মারা গেছেন। ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াই করে সোমবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

কিয়ারোস্তামি ৪০টির বেশি সিনেমা নির্মাণ করেছেন। ১৯৯৭ সালে ‘টেস্ট অব চেরি’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাম ডি ওর জিতে নেয়।

তার অন্য উল্লেখযোগ্য সিনেমা ক্লোজআপ, দ্য উইন্ড উইল ক্যারি আস। খবর বিবিসি।