চরিত্রের প্রয়োজনেও নগ্নতায় আপত্তি জয়ার

joyaঢাকা: নগ্নতা নিয়ে নিজের অভিব্যক্তি জানালেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চরিত্রের প্রয়োজনেও পর্দায় নগ্ন হয়ে নিজেকে উপস্থাপনে ঘোর আপত্তি রয়েছে ‘গেরিলা’ কন্যার। ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন জয়া।

আসলে নগ্নতা দেখানোর মধ্যে অনেক সময় দৃষ্টিভঙ্গীর সমস্যা থাকে। অনেক সময় নগ্নতা দেখিয়েও দৃশ্যটা ততটা আবেদনময় করা যায় না। তাছাড়া নিজের মূল্যবোধকে কখনোই আমি খাটো করতে পারব না, বলেন জয়া।

জয়া আরো বলেন, ‘বহুদিন ধরেই মেয়েদের আসলে বাণিজ্যিকীকরণের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ভারত-বাংলাদেশও এর বাইরে নয়। কিচ্ছু না দেখিয়েও কোনও সিকুয়েন্সকে অনেক বেশি সেন্সেবল অ্যাপ্রোচ দেওয়া যায়।’

বিশেষ কোনো বন্ধু আছেন কিনা এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘অবশ্যই আছেন। তবে তিনি ঢাকার মানুষ। কোনও ডিসিশন নিলে সময়মত এমনিতেই সকলে জানতে পারবেন।’