হাইকোর্টের আদেশ : কাটা যাবে না যশোর রোডের গাছ

ঢাকা : ঐতিহাসিক যশোর রোডের চার হাজারের বেশি শতবর্ষী গাছ ছয়মাসের মধ্যে গাছ কাটা যাবে না বলে আদেশ দিয়েছে হাই কোর্ট।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।

এই আদেশের ফলে ওই সড়কের গাছগুলো পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত কাটা যাবে না বলে আইনজীবীরা জানিয়েছেন।

প্রসঙ্গত, সড়ক সংস্কার ও সম্প্রসারণের জন্য যশোর রোডের শতবর্ষী গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ নিয়ে পরিবেশকর্মীরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন।