শিল্পকলা একাডেমিতে জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন ১৮ জানুয়ারি থেকে

চট্টগ্রাম : সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ-এর আয়োজনে চট্টগ্রামে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চাঙ্গ সংগীতের বড় আসর। এবারের সম্মেলনকে উৎসর্গ করা হয়েছে উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রাতস্মরণীয় সংগীতগুণী উস্তাদ আব্দুল করিম খাঁকে।
আগামী ১৮ জানুয়ারি ২০১৮ ইং বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী ২১তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন চলবে ২০ জানুয়ারি ২০১৮ ইং শনিবার পর্যন্ত।

উচ্চাঙ্গ সংগীতে দেশীয় শিল্পীদের সবচেয়ে বড় মিলনমেলা এই সম্মেলনে। তিনদিনের তিন পর্বে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথমদিন ১৮ জানুয়ারি ২০১৮ ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলনের উদ্বোধন করবেন সরকারের সংস্কৃতি বিষয়কমন্ত্রী নাট্যজন আসাদুজ্জামান নূর এমপি।

বিশেষ অতিথি থাকবেন বার্জার পেইন্টস্ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী। দ্বিতীয় দিন ১৯ জানুয়ারি ২০১৮ ইং শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে “খেয়াল গানে বন্দেশ এর গুরুত্ব” শীর্ষক সেমিনার ও সন্ধ্যা ৬টায় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান। ২০ জানুয়ারি ২০১৮ ইং শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিতব্য উচ্চাঙ্গ সংগীতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে প্রায় ৯৬ জন শিল্পীর অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে এবারও উচ্চাঙ্গ সংগী বিষয়ে দেশের একমাত্র নিয়মিত প্রকাশনা ‘সুরশৃঙ্গা’র ২১তম সংখ্যা প্রকাশিত হবে। এতে দেশের এবং দেশের বাইরের সঙ্গীত গুণীদের লেখা স্থান পাবে।