কর্ণফুলীতে ধর্ষিতা দুই নারীসহ চারজনের জবানবন্দি

চট্টগ্রাম : নগরীর কর্ণফুলী থানা এলাকায় প্রবাসীর বাড়িতে ঢুকে ধর্ষণের ঘটনায় চার নারী আদালতে জবানবন্দি দিয়েছেন। এদের মধ্যে দুজন নারী তাদের ধর্ষণের কথা জানিয়েছেন। বাকি দুইজন ‍জবানবন্দিতে ধর্ষণ-চেষ্টার শিকার হয়েছিলেন বলে জানান।

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এই চার নারীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জবানবন্দি প্রদানের জন্য আদালতে নিয়ে যায়।

আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় চার নারীর জবানবন্দি নেওয়া হয়েছে। এতে দুজন ধর্ষিত হওয়ার কথা জানিয়েছেন। অন্যরা তাদের ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন।

গত বছরের ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটায় ডাকাতরা। ঘটনার পর চার নারী ধর্ষণের স্বীকার হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই চারজনের মধ্যে তিন প্রবাসী ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ।

এই ঘটনায় দায়ের হওয়া মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশে তদন্ত করছে পিবিআই। চাঞ্চল্যকর এই ঘটনায় পিবিআই এই পর্যন্ত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।