চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ চলছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে দাঁড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ভিত্তিক ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্সের কয়েকজন কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উভয়পক্ষই মারামারিতে জড়িয়ে পড়েন ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই সময় ছাত্রলীগের এককর্মী গুরুত্বর আহত হন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বলেন, একজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।