চুলায় রান্না নিয়ে ঝগড়ার জেরে তরুণী দগ্ধ

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ঈদগাহ এলাকায় চুলায় রান্না নিয়ে ঝগড়ার জেরে সাবেকুন নাহার (২০) নামে এক তরুণীকে গায়ে গরম পানি ঢেলে দগ্ধ করেছেন এক নারী। মঙ্গলবার সকালে নগরীল হালিশহর থানাধীন ঈদগাহ বড় পুকুর পাড়ের মজু মেম্বারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মজু মেম্বারের পাঁচটি ভাড়া ঘরের লোকজন দুটি চুলায় রান্নার কাজ করে থাকে। মঙ্গলবার সকালে রান্না করা নিয়ে আয়েশা নামে এক নারীর সঙ্গে বচসা হয় নাহারের। এর জেরে আয়েশা চুলার গরম পানি নাহারের গায়ে ঢেলে দেয়। অভিযুক্ত আয়শাকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন সাবেকুন নাহার। গরম পানিতে নাহারের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে।