ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির কারণেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন।
তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে থাকা এগারোটি অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে না চাওয়াতেই তিনি পদত্যাগ করেছেন।
আনিসুল হক আজ রোববার দুপুরে জেলার কসবার পৌর এলাকার তালতলা গ্রামে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলার বিভিন্ন গ্রামে পল্লীবিদ্যুতের নতুন লাইন সংযোগ দান উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।
পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়ারিদ।