হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বাসস : হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ প্রাপ্তির লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।

আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত ৪ হাজার ২শ’ ২৯ জন হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ লাভে আজ লিখিত পরীক্ষায় অংশ নেন বলে বার কাউন্সিল অফিস জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই চূড়ান্তভাবে হাইকোর্টে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।

হাইকোর্টের আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভের পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে (সুপ্রিমকোর্ট বার) একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়ে থাকে। সে সাক্ষাৎকারের ফল ঘোষণার পর উত্তীর্ণরা সুপ্রিমকোর্ট বার-এ প্রয়োজনীয় চাঁদা-ফি পরিশোধপূর্বক সমিতির সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়ে থাকে।