সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সম্প্রীতির ফ্রেমে শাহাদাত-নওফেল

প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০১৭ | ২:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম : ছবি দুটিতে সম্প্রীতির ফ্রেমে বন্দী হয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার সকাল ১১টায় মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে দি কিং অব চিটাগাংয়ে আয়োজিত দোয়া মাহফিলে শরীক হন ডা. শাহাদাত। এসময় আন্তরিকতা আর শ্রদ্ধায় শাহাদাতকে বরণ করেন মহিউদ্দিনপুত্র নওফেল। তাতেই সম্মানিতবোধ করছেন শাহাদাত।
বলেন, রাজনীতিতে এই শিষ্টাচার-সৌজন্যতা খুবই জরুরি। প্রকৃত রাজনীতির বার্তা এটিই। আমাদের মাধ্যমে সেই বার্তাটি পৌঁছে যাক রাজনীতির ঘরে ঘরে।

ব্যারিস্টার নওফেলের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে ডা. শাহাদাত হোসেন সোমবার দুপুরে একুশে পত্রিকাকে বলেন, চট্টগ্রামের জন্য মহিউদ্দিন চৌধুরীর অবদান বিএনপি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে। মহিউদ্দিন চৌধুরীর জানাজায় অংশ নেয়া লাখো মানুষের অর্ধেকই বিএনপির নেতাকর্মী, সমর্থক। মহিউদ্দিন চৌধুরীর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা-ভালোবাসা থেকে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী তার জানাজায় অংশ নিতে ছুটে গিয়েছিলেন। মূলত সেই বিষয়গুলোই তরুণ নেতা নওফেলের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে।”

নওফেল বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভিন্নমত, ভিন্নপথ হলেও আগামীতে সুস্থ, সুন্দর রাজনৈতিক পরিবেশের জন্য সবাই স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আগ্রহ পোষণ করেন- যোগ করেন ডা. শাহাদাত।

এ প্রসঙ্গে জানতে ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফোনে তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীকে দ্বিতীয়বার ম্যাক্স হাসপাতালে ভর্তি করানোর পর ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি নেতাকর্মীরা সেখানে ছুটে যান। রাত দেড়টা পর্যন্ত ডা. শাহাদাত হাসপাতালে অবস্থান করেন। এর আগে একই দিন সকালে সুস্থ হয়ে ফিরে আসা মহিউদ্দিন চৌধুরীকে তার চশমা হিলের বাসায় দেখতে যান ডা. শাহাদাত হোসেন। এসময় শাহাদাত হোসেনেকে কাছে টেনে নেন, কথা বলেন মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুর দিনও চশমা হিলের বাসায় ছুটতে দেখা যায় ডা. শাহাদাতকে।

এছাড়া মহিউিদ্দন চৌধুরীর মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোরশেদ খান, আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ ওয়াহিদুল আলম, রোজী কবির, ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিএনপি নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মহিউদ্দিন চৌধুরীকে প্রকৃতই ”চট্টলবীর”, ”চট্টলবন্ধু”সহ নানা বিশেষণ দেন এবং তাঁর অবদান স্মরণ করেন।