রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

অপসারিত হতেই হচ্ছে অগ্রণী ব্যাংকের এমডিকে

| প্রকাশিতঃ ২৯ জুন ২০১৬ | ৩:৫১ অপরাহ্ন

agraniঢাকা: ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ অভিযোগের তদন্তের শুনানি শেষে তাকে অপসারণের সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটি। বুধবার বিকালে সেই সুপারিশ অনুমোদন করেন গভর্নর ফজলে কবির। বৃহস্পতিবার সকালে চিঠি দিয়ে তাকে অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

গত বছর বাংলাদেশ ব্যাংককে উপেক্ষা করে অর্থ মন্ত্রণালয় সৈয়দ আবদুল হামিদের চাকরির মেয়াদ এক বছর বাড়ায়। ওই সময় কেন্দ্রীয় ব্যাংক তার চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়নি।

বাংলাদেশ ব্যাংক একাধিকবার অগ্রণী ব্যাংকের এমডির অনিয়ম-দুর্নীতির চিত্র জানালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। উল্টো তাকে চতুর্থবারের মতো এমডি হিসেবে নিয়োগের পক্ষে সুপারিশ করে।