রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভাবনার ‘দুই যোগ দুই সমান তিন’

প্রকাশিতঃ ২৯ জুন ২০১৬ | ৪:৪৮ অপরাহ্ন

ashna habib bhabnaঢাকা: এবারের ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে আশনা হাবিব ভাবনা অভিনীত বিশেষ নাটক দুই যোগ দুই সমান তিন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

এই নাটকটিতে ভাবনাকে বোমা মেয়ের চরিত্রে দেখা যাবে। নাম তার ফুল। যে গ্রাম থেকে শহরে এসে আশ্রয় নেয়। পারিবারিক পেক্ষাপটে নাটকটি নির্মিত হয়েছে। আর সেখানেই ঘটতে থাকে নানা ঘ্টনা।

দুই যোগ দুই সমান তিন নাটকটিতে জাহিদ হাসানকেও দেখা যাবে।