চট্টগ্রাম : মানুষ এখন প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে নিত্যদিনের সব কাজের অন্যতম সঙ্গি বিবিধ প্রযুক্তি উপকরণ। ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব থেকে শুরু করে স্মার্টফোন এখন পুরো বিশ্বে সবারই অন্যতম ব্যবহার্য উপকরণ। এসব প্রযুক্তিপণ্যের ব্যবহার শুধু অফিসের দৈনন্দিন কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। ডালপালা মেলে সেই কাজের পরিধি বহুদূর বিস্তৃত। আর এই ছড়িয়ে পড়ার মুলে আছে ইন্টারনেট। যার মাধ্যমে যোগাযোগ মাধ্যম লাভ করেছে ইর্ষন্বীয় অগ্রগতি। একই সাথে বাড়ছে অপরাধ প্রবণতাও। যাকে টেক পন্ডিতরা বলে থাকেন সাইবার ক্রাইম।
অনলাইনের সহযোগিতায় অপরাধ প্রবণতা থেকে সবাইকে মুক্ত থাকতে এবং সচেতন করে তুলতে নিয়মিত কাজ করছে সুপ্রিম সফটটেক লিমিটেড। তারই ধারবাহিকতায় সুপ্রিম সফটটেক-এর কর্ণধার মো. মোসলেহ উদ্দিন ভুঁইয়া নাহিয়ান দেশ বিদেশের বিশেষজ্ঞ ও মিডিয়া ব্যাক্তিদের নিয়ে গঠন করেছেন চিটাগং সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন। সংক্ষেপে যা সিসিএসএফ নামে পরিচিত। নতুন এই ফাউন্ডেশনটি যাত্রা শুরু করেছে বুধবার থেকে। পথচলার শুরু সবাইকে জানান দেওয়ার জন্য সিসিএসএফ সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সুপ্রিম সফটটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিসিএসএফ-এর প্রেসিডেন্ট মো. মোসলেহ উদ্দিন ভুঁইয়া (নাহিয়ান) ছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি এক্সপার্ট ও সিসিএসএফ-এর ভাইস প্রেসিডেন্ট ড. তৌহিদ ফয়সাল কামাল, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ও সিসিএসএফ-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কলিম সরওয়ার, চিশতিয়া এপারেলস-এর চেয়ারম্যান ও সিসিএসএফ-এর এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আরটিএন নওশাদ চৌধুরী মিঠু ও সিসিএসএফ-এর সম্পাদক আরিফ মইনউদ্দিন ও দৈনিক পূর্বকোন-এর ক্রীড়া প্রতিবেদক এবং সিসিএসএফ-এর প্রেস সেক্রেটারী মো. হুমায়ুন কবির কিরণ প্রমুখ।
সম্মেলনে ফাউন্ডেশনের বিভিন্ন দিক উপস্থাপন করাসহ এর গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় সহযোগিতার জন্য মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন আয়োজকরা। ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা ভারতের রোজফিন্স কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এর সিইও এবং এমডি চন্দ্র ভানু সোমে টেকনোলজি খাতে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করে বলেন, বাংলাদেশ আইটি খাতে দ্রুত উন্নতি করছে। ক্ষেত্র বিশেষে বিশ্বের বিভিন্ন দেশের জন্য রোল মডেলের কাজ করছেন বাংলাদেশের আইট এক্সপার্টরা। তিনি মিডিয়ার সকলকে সাইবার ক্রাইর্মে উপর নিজেদের জ্ঞান বাড়ানো তাগিদ দেন। একই সাথে চট্টগ্রামসহ দেশের যে কোনো প্রান্তে সাংবাদিকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য তার কোম্পানির পক্ষ থেকে প্রস্তুত রয়েছেন বলে জানান।
সিসিএসএফ-এর উদ্দেশ্য নিয়ে বিশদ বক্তব্য রাখেন ড. তৌহিদ ফয়সাল কামাল ও আরিফ মইনউদ্দিন। দুজনেই সাইবার সচেতনতার উপর গুরুত্বরোপ করার পাশাপাশি ফাউন্ডেশনের কাজে সাফেল্যর জন্য সর্বস্তরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার বরাবরই সুপ্রিম সফটটেক এর কর্মকাণ্ডে অগ্রগামী। একই ধারায় নবগঠিত এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হয়ে প্রযুক্তির নব-ধারায় সংযুক্ত হয়ে সমাজ উন্নয়নের ভূমিকা রাখতে পারার জন্য নিজের সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সিসিএসএফ-এর মাধ্যমে আজকের তরুণরা নিজেদের আগামীকে আরও সমৃদ্ধ যেমন করতে পারবে তেমনি পারবে নিরাপদ করতে। সবশেষে সিসিএসএফ-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. মোসলেহ উদ্দিন ভূঁইয়া নাহিয়ান উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।