কর্ণফুলী ইপিজেডে ফার্নিচার কারখানায় আগুন

স্টাফ করসপনডেন্ট, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ইপিজেডের ফ্রেন ব্যাক্স নামের একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে। তবে তাতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, একুশে পত্রিকাকে জানায়, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড ইউনিটের ৫টি গাড়ি পাঠানো হয়। তারা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তারা।