র‌্যাবের অভিযান : পাখি ও প্রাণী উদ্ধার, জরিমানা

চট্টগ্রাম : নগরীর রিয়াজ উদ্দিন বাজারের নুপুর মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশকিছু বিপন্ন প্রজাতির পাখী ও প্রাণী উদ্ধার করেছে র‌্যাব-৭।

একই সময়ে পাখী ও প্রাণী বিক্রির অপরাধে সংশ্লিষ্টদের আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই উদ্ধার ও জরিমানা করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, চট্টগ্রাম বিভাগের প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকা হতে বিলুপ্তপ্রায় ও বিপন্ন প্রজাতির বিভিন্ন ধরনের পাখি ও প্রাণী শিকার করে সারাদেশে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে এই খবর পেয়ে র‌্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় ১ হাজার ৪শ’ ৫০টি বিভিন্ন প্রজাতির পাখি (মদনা-১ হাজার ২৬ টি, ঘুঘু-৯০ টি, টিয়া-১৫৫ টি, মুনিয়া-১৫০ টি, তোতা-১৫ টি, কাঠ ঠোকড়া-১টি, বাদুর- ১টি, চড়ুই-১২ টি) এবং ৭ টি বিভিন্ন প্রকারের প্রাণী (বানর ২টি, বেজী-৩টি, বন মোরগ-২টি) উদ্ধার করা হয়।

এসময় মারিয়া স্টোরের মালিক মোঃ জাফর আহমেদ (৫৫), পিতা মৃত মন্নু মিয়া, আলকরণ ৩নং গলি, কোতোয়ালী, চট্টগ্রামকে ৫০ হাজার টাকা, ইত্যাদি স্টোরের ম্যানেজার মোঃ ইউসুফ (৩৬), পিতা মৃত সোলায়মান সওদাগর, আলকরন, কোতোয়ালী চট্টগ্রামকে ৫০ হাজার টাকা, আলী স্টোরের মালিক মোহাম্মদ আলী (৬০), পিতা মৃত হাজী আব্দুল জলিল, গ্রাম- তারগাছ, থানা- কসবা, জেলা-বি-বাড়িয়াকে ৫০ হাজার টাকা এবং দুই সহোদর মোঃ ইমরান আলী (২৮) এবং ইরফান আলী (২১), পিতা মোহাম্মদ আলী, নয়াবাজার, থানা-পাহাড়তলী, চট্টগ্রামকে ১ লাখ টাকাসহ সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত।

পরে উদ্ধারকৃত পাখি ও প্রাণীগুলোকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমানের উপস্থিতে অবমুক্ত করা হয়েছে এবং আদায়কৃত জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।