যশোরে পিটিয়ে বিরল প্রজাতির মেছোবাঘ আটক

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : যশোরের শার্শার ডিহিতে বিরল প্রজাতির মেছোবাঘ আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা টেংরালী গ্রাম থেকে মেছোবাঘটি আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে উপজেলার টেংরালী গ্রামের ইয়ানুর রহমান ও ফজর আলী, শিমুলসহ ১০-১২ জনের একদল কৃষক মাঠে ধান বাধার সময় বাঘটিকে ক্ষেতে দেখতে পায়।

এ সময় তারা এগিয়ে গেলে মেছোবাঘটি ক্ষিপ্ত হয়ে উঠে।জীবন বাঁচাতে কৃষকেরা লাঠিপেটা করলে মেছোবাঘটি দুর্বল হয়ে পড়ে। আর তখনই বাঘটিকে আটক করে বাড়িতে নিয়ে আসে। শত শত উৎসুক জনতা বাঘটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় ইয়াসিনের বাড়িতে।

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের মুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আজ বৃহস্পতিবার বন বিভাগের কর্মকর্তাদের কাছে এটিকে হস্তান্তর করা হবে।