আবদুল আউয়াল জনি (লোহাগাড়া) চট্টগ্রাম : ধানক্ষেতে বন্য শুকর ধরার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনায় ২৪ নভেম্বর রাতে মা ও শাবকসহ ২ বন্যহাতির মৃত্যু হয়েছে।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ একুশে পত্রিকাকে জানান, স্থানীয় বড়ুয়া পাড়ার কিছু ব্যক্তি বন্যশুকর শিকার করার জন্য ধানক্ষেতে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতে। ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতি দুটি মারা যায়।
স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন একুশে পত্রিকাকে বলেন, বন্যশুকরের ফাঁদে রাতের কোন এক সময় হাতি ২টি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। আজ সকালে সবাই মৃত হাতি ২টিকে দেখতে পায়।
চুনতী পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি আবদুল জলিল বলেন, বন্যহাতির মৃত্যুর খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। এই ব্যাপারে একটি মামলা রুজু হবে।
এদিকে, বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতি মৃত্যুর সংবাদ শুনে শত শত লোক ওই এলাকায় ভিড় জমায়।
বনবিভাগের বড়হাতিয়া বিট অফিসের কর্মকর্তা মোঃ ইউনুচ মিয়া একুশে পত্রিকাকে বলেন, মৃত হাতি ২টির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, এব্যাপারে ২ টি মামলা রুজু করা হবে।