শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

হাটহাজারীতে বিএনপি’র বিক্ষোভ: থানা ঘেরাওয়ের ঘোষণা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০২৫ | ১০:১৪ অপরাহ্ন


হাটহাজারীতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসদরের কলেজ গেইট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কাটিরহাটে একজন পলাতক আসামিকে গ্রেফতার করতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায় এবং অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। গত ৪-৫ দিন ধরে পুলিশ এসব সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জাকের হোসেনের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন যদি দ্রুত আওয়ামী লীগের চিহ্নিত চাঁদাবাজ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করে, তাহলে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করা হবে। প্রয়োজনে আইন নিজেদের হাতে তুলে নেওয়ারও হুমকি দেন তারা।

পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর বলেন, “ঢাকার ৩২ নম্বরের বাড়ির মতো হাটহাজারীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ব্যারিস্টার আনিস ও আওয়ামী লীগের দালালদের বাড়িঘর পুড়িয়ে দিতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মন্নান দৌলত, এডভোকেট রিয়াদসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।