শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার বক্তব্যে ক্ষোভ, ৭২ ঘন্টার আল্টিমেটাম

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০২৫ | ১০:০৩ অপরাহ্ন


চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নব-নিযুক্ত আহ্বায়ক ইদ্রিস মিয়ার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ নেতাকর্মীরা ৭২ ঘন্টার মধ্যে তাকে অপসারণের দাবি জানিয়েছেন। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দক্ষিণ জেলার আওতাধীন বিএনপির হামলা-মামলার শিকার নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই আল্টিমেটাম দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত ৫ ফেব্রুয়ারি একটি অনলাইন টিভিতে সাক্ষাৎকারে ইদ্রিস মিয়া দাবি করেছেন, ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকালে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা নিজেরাই অতিউৎসাহী হয়ে মামলার আসামি হয়েছিল। এই বক্তব্যে ক্ষুব্ধ নেতাকর্মীরা বলছেন, ইদ্রিস মিয়া একজন সুবিধাবাদী এবং আওয়ামী লীগের দোসর। তিনি দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কোনো ভূমিকা রাখেননি।

তারা আরও বলেন, ইদ্রিস মিয়ার এই বক্তব্য দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং নির্যাতিত নেতাকর্মীদের মানসিকভাবে আহত করেছে।

মানববন্ধনে বিএনপি নেতা আবু আহমদ, গাজী আবু তাহের, খোরশেদ আলম, আব্দুল মাবুদ, আবুল কাশেম, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জামাল চেয়ারম্যান সহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপি, অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।